Musa Al Hafij

পোর্টপোলিও

 মুসা আল হাফিজ

কবি, গবেষক ও ঐতিহাসিক



কবি, গবেষক ও ঐতিহাসিক। ১৯৮৪ এর ৫ই অক্টোবর সিলেটের বিশ্বনাথে তাঁর জন্য। ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। লেখাপড়া করেন ঐতিহ্যবাহী ধর্মীয় ধারায়। তাকমিল ফিল হাদীস সমাপন করে তাফসীরে সম্পন্ন করেন উচ্চতর অধ্যয়ন। ইতোমধ্যে লিখেছেন পঞ্চাশ-এর অধিক বই। প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ইসলামিক থট এন্ড স্টাডিজ, ঢাকা। তিনি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ এর চেয়ারম্যান এবং শিক্ষা, সেবা ও মানব উন্নয়নমূলক বিভিন্ন প্রয়াসে সম্পৃক্ত।


সাহিত্যে তাঁর বিচরণের ক্ষেত্র বহুমাত্রিক। রাজনীতি, দর্শন, প্রাচ্যবাদ, সমাজতত্ত্ব, ইতিহাস, ধর্মতত্ত্ব, কবিতা, ছড়া, সাহিত্য সমালোচনা, অনুবাদ ইত্যাদি পথে তিনি নিজেকে পাঠকের সামনে হাজির করেছেন। অতীত-বর্তমানের সেতু রচনা করে তিনি ভবিষ্যতের নাদেখা প্রচ্ছদকে উন্মোচন করে চলেন আপন রচনায়।


মানবিক দায়বোধ, মানবসত্তার সুষম বিকাশ, ঐতিহ্য ও আদর্শনিষ্ঠা সহকারে প্রগতিশীলতা তাঁর রচনার মধ্যে কথা বলে। তাঁর রচনা মানুষ ও মানুষের পৃথিবীকে অধিকতর আলোকময় করার অন্তর্দৃষ্টিময় চিন্তাভাষা।


সুফীঘরাণার এই জ্ঞানসাধক ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।

(মেয়ে বারা বাসসামা, ছেলে মুসান্না আলবার)

------------------

মুসা আল হাফিজের গ্রন্থতালিকা.


কবিতা :


১. মুক্তি আনন্দে আমিও হাসবো- গোলাপকুঁড়ি পাবলিকেশন্স ২০০২ 

২. ঈভের হ্রদের মাছ- মুক্তস্বর ২০১০

৩. পরম সাঁতার- শব্দতারা ২০১৭

৪. মৃত্যুর জন্মদিন- ফোয়ারা ২০১৯


গবেষণা :


৫. সভ্যতার সংঘাত ও মুসলিম বিশ্বের যাত্রাপথ- ইম্প্যাক্ট পাবলিকেশন্স ২০০৫

৬. প্রাচ্যবিদদের দাঁতের দাগ- মাকতাবাতুল আযহার ২০১৫

৭. আমেরিকা মুসলিমদের আবিষ্কার- কালান্তর ২০১৭

৮. সহস্রাব্ধের ঋণ- ফোয়ারা ২০১৮

৯. মুক্তিযুদ্ধ ও জমিয়ত- পরিলেখ 

১০. সিলেট নগরউন্নয়ন : একটি রূপরেখা- অগ্রসর ২০১৮

১১. মাদরাসা শিক্ষার মানোন্নয়ন: একটি পর্যালোনা- জামেয়াতুল খাইর ২০১৭

১২. ইসলামী ফিকহের নবসম্পাদন, প্রেক্ষিত একুশ শতক- রেনেসাঁ পাবলিকেশন্স ২০০৯


জীবনী :


১৩. মহাকাব্যের কোকিল (মহাকবি আবদুর রহমান জামী)-  ঝিঙেফুল ২০১৪

১৪. মরমী মহারাজ (হুসাইন ইবনে মনসুর হাল্লাজ)- ঝিঙেফুল ২০১৫

১৫. মহাসত্যের বাঁশী (জালালুদ্দীন রুমী)- ঝিঙেফুল ২০১৬

১৬. মহাকালের মধু শেখ সা’দী- চৈতন্য ২০১৭

১৭. শতাব্দীর চিঠি (নূর কুতবুল আলম)- ফোয়ারা ২০১৯

১৮. চেতনার চিকিৎসক (শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী) মনোজ ২০২০


সাহিত্য সমালোচনা :


১৯. দৃশ্যকাব্যে ফররুখ আহমদ- মাকতাবাতুল ইসলাম ২০১৭

২০. চার কবি : চিত্তের পাসওয়ার্ড- ফোয়ারা ২০১৯


প্রবন্ধগ্রন্থ :


২১. মাদক : মায়াবী মরণাস্ত্র- ইউনাইটেড ইউথ ফোরাম ২০০৬

২২. আমি বিজয়ের সন্তান- ইম্প্যাক্ট পাবলিকেশন্স

২০০৬

২৩. পৃথিবী ঘরে ফিরো- আহমদ পাবলিকেশন্স ২০১৭

২৪. ভাবনার বীজতলা- ফোয়ারা ২০১৯


ছড়া :


২৫. সৃজনে রক্ত চাই- গোলাপকুঁড়ি পাবলিকেশন্স ২০০৬

২৬. থাপ্পড়- বলাকা ২০১৮

২৭. কানমলা- বলাকা ২০১৯


শিশুতোষ :


২৮. দুধের নদী- চৈতন্য ২০১৮

২৯. জীবনজয়ের গল্প- রেনেসাঁ পাব্লিকেশন্স ২০১৫


দর্শন :


৩০. নতুন পৃথিবীর দর্শন- রেনেসাঁ পাবলিকেশন্স ২০০৯

৩১. পাশ্চাত্য দর্শনে মুসলিম অবদান- ভূমিজ ২০১৭

৩২. নক্ষত্রচূর্ণ- মনোজ ২০২০

৩৩. বিষগোলাপের বন- গার্ডিয়ান ২০২০


অনুবাদ :


৩৪. তৃতীয় সহস্রাব্ধের কিয়ামত- মদীনা পাবলিকেশন্স ২০০৯

৩৫. যে সূর্যে প্রদীপ্ত বিশ্ব, সে তুমি আলিম-  মাকতাবাতুস সালাম ২০০৭

৩৬. হিদায়াতুল ইরফান শারহু আত তিবইয়ান ফি উলুমিল কুরআন- মাকতাবাতুল মদীনা ২০১৮


আলোচনাগ্রন্থ :


৩৭. তুলনামূলক ধর্মতত্ত্ব: ইসলামী উত্তরাধিকার- আমন্ত্রণ প্রকাশন ২০১৯

৩৮. দুঃসময়ের বধ্যভূমিতে উত্থানের চাষাবাদ- আমন্ত্রণ প্রকাশন

৩৯. জাতিগত বিজয়ের অদৃশ্য কারিগরি- দা’ওয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ



৪০. মনের উপনিবেশ মনের মুক্তি- গার্ডিয়ান পাবলিকেশন ২০২০

৪১. বাংলাদেশ ও ইসলাম- আত্মপরিচয়ের ডিসকোর্স, শোভাপ্রকাশ ২০২০

৪২. হৃদয়াস্ত্র- শোভাপ্রকাশ ২০২১

৪৩. কালামদর্শন- শোভাপ্রকাশ ২০২১

৪৪. রাসুলুল্লাহ সা.- শোভাপ্রকাশ ২০২১

৪৫. সৃষ্টিরে দেখে স্রষ্টারে দেখি- ইমপ্রেস ২০২১

৪৬. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ : মিথ বনাম বাস্তবতা- রাইয়ান প্রকাশন ২০২১

৪৭. ইশ্বরের মৃত্যু ও অন্যান্য- শোভাপ্রকাশ ২০২২

৪৮. জন্ম-মৃত্যুর সিগনেচার- মোহাম্মদ ২০২২

৪৯. নবীজীর জীবনপঞ্জি- মোহাম্মদ ২০২২

----------------------------





আমেরিকা মুসলিমদের আবিস্কার

মুসা আল হাফিজ

কালান্তর প্রকাশনী 

প্রকাশকাল : ২০১৭ 

মুদ্রিত মূল্য : ১৪০


কন্টেন্ট পরিচিতি :

ইসলাম-ফোবিয়া যখন আমেরিকায় মুসলিমদের উপস্থিতিকে হুমকি হিসেবে দেখায় আর পামেলা গেলারদের স্লোগান হয়—আমেরিকা থেকে মুসলিম খেদাও, তখন আমেরিকায় মুসলিমদের শিকড় সন্ধান করতেই হয়। অভিবাসীদের দেশ আমেরিকায় মুসলিম-শিকড় অনেক গভীরে। ইউরোপীয়রা আমেরিকায় আসে গণহত্যা, দখল আর মহামারি নিয়ে। মুসলিমরা এসেছিল তাদের আগে এবং নিয়ে এসেছিল শান্তি, মহত্ব ও সম্প্রীতি। তারা আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাসের অনেক আগে।

আমরা যখন বলি ‘আমেরিকা : মুসলিমদের আবিষ্কার’, তখন মুসলিমদের আগে আমেরিকায় আগত বিভিন্ন জাতির অস্থিত্বকে ভুলে যাই না। তারা এসেছিল এবং হারিয়ে ফেলেছিল বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ। মুসলিমরা সৃষ্টি করেন সামুদ্রিক যোগাযোগ-রোড। রচনা করেন বিভিন্ন ম্যাপ ও পথের নির্দেশনা। কলম্বাস সে রোড দিয়েই ভারতে যেতে চেয়ে পৌঁছে যান আমেরিকায়। তার চেতনায় লুকানো ছিল নৌ-ক্রুসেড। পশ্চিমা ইতিহাস কলম্বাসের যাত্রাকে গ্রাহ্য করেছে, মুসলিমদের আবিষ্কারকে চেপে গিয়েছে বেমালুম। এ বই গোপন সেই ইতিহাসকে সামনে নিয়ে আসার প্রয়াস। নৌ-ক্রুসেড এবং আমেরিকায় এর নির্মমতার দিকেও চোখ রেখেছে বইটি। নিয়ে এসেছে আমেরিকায় মুসলমানদের হাজার বছরের কালপঞ্জি।



আল্লাহকে যে পাইতে চায়

মুসা আল হাফিজ 

সম্পাদনায় : মাওলানা আলাউদ্দিন রফিক।

প্রথম প্রকাশ: এপ্রিল, ২০২২

প্রকাশক : আশরাফুল ইসলাম

অনুজ প্রকাশন, ৪৬/৭ মধ্যরাজাশন, বার্ক টাউন, সাভার, ঢাকা।

প্রচ্ছদ : আল নোমান

মূল্য : ৪০০.০০ টাকা মাত্র।

অনলাইন পরিবেশনা : রকমারি, ওয়াফি লাইফ, হক বুকশপ

কলকাতা পরিবেশক : নিউ লেখা প্রকাশনী


কন্টেন্ট পরিচিতি :

আমাদের দৃশ্যমান দুনিয়াকে সাজানোর কতো আয়োজন চলে জীবনভর। কিন্তু মনের দুনিয়া সাজানোর আয়োজন কোথায়? আমাদের হৃদয় ও মস্তিষ্কে যদি জীবাণু ও মলিনতা থাকে, কীভাবে সুস্থ হবো আমরা? কীভাবে হবো পরিশুদ্ধ?


মস্তিষ্কের জীবাণু ও মলিনতাকে চিনিয়ে ও সনাক্ত করে দেয় এ বই। দেখিয়ে দেয় জ্ঞান ও ভাবনার দুনিয়াকে স্বাধীন ও পরিচ্ছন্ন করার দিশা। তেমনই হৃদয়ের শক্তি ও সবলতার পথ দেখায়, মুক্তি ও কল্যাণের দিকনির্দেশ করে। সেটা আল্লাহর প্রেমময় পবিত্রতার দিকে, তার সন্তোষের গন্তব্যে। 


বিদ্যুৎ চমকের মতো চিন্তারাজি খেলে যায় এ বইয়ের পাতায় পাতায়। আমাদের সামনে তুলে ধরে দীপ্তিমান মশাল। কিন্তু যাদের চোখ নেই, তাদের সামনে মশাল জ্বললেও কী লাভ? এ বই তাই আমাদের চোখ খুলে দিতে চায়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের মনের তলায় লুকিয়ে থাকা গোপন অন্ধকার সমূহকেও তাড়াতে থাকে সজাগ দৃষ্টির প্রভায়...

আল্লাহকে যে পাইতে চায় বইটি আল্লাহকে পাবার জন্য আমাদের হৃদয়বৃত্তি ও বৃদ্ধিবৃত্তিকে প্রস্তুত করার এক গাইডবুক!




রাসুলুল্লাহ (প্ৰথম খণ্ড)

মুসা আল হাফিজ

প্রকাশক : মুহাম্মাদ মিজানুর রহমান

শোভা প্রকাশ, ৩৮/৪ বাংলাবাজার মান্নান মার্কেট তৃতীয় তলা, ঢাকা-১১০০

প্রথম প্রকাশ : অক্টোবর ২০২১, 

প্রচ্ছদ : আল নোমান

মূল্য: ৫৫০ টাকা


কন্টেন্ট পরিচিতি :

এক মহাজীবন। সত্য-সুন্দরের জীবন্ত অবয়ব। মহান আল্লাহ যে জীবনের আদর্শকে উসওয়াতুন হাসানাহ বা মহোত্তম নমুনা হিসেবে অভিহিত করেছেন। মহানবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সেই চির সমুজ্জল জীবনকে বাংলা ভাষায় বৃহৎ আকারে উপস্থাপনের প্রয়াস 'রাসুলুল্লাহ (সা.)' প্রথম খণ্ড।


এ খণ্ড মূলত মহান এই জীবনপাঠের ভূমিকা। এতে মানবতার অনুকরণীয় এ জীবনীর প্রামাণ্যতার উপর আলোকপাত করা হয়েছে। এ প্রামাণ্যতার প্রথম ও প্রধান সূত্র হচ্ছে আল্লাহর কালাম; আল কুরআন। সেখানে আল্লাহর ভাষায় তাঁর রাসূলের (সা.) জীবন ও মহিমা উপস্থাপিত। এ উপস্থাপনের অনুপম ধারাকে বাংলা ভাষায় অনবদ্য বিশ্লেষণে উপস্থাপন করেছেন সীরাত গবেষক মাওলানা মুসা আল হাফিজ ।


এ গ্রন্থে সীরাতের পূর্ণাঙ্গ একটি চিত্র অঙ্কিত হয়েছে আল্লাহর ভাষায়। মহানবীর (সা.) অমোঘ বিবরণ আল কুরআনের বাক্যে বাক্যে, শব্দে শব্দে কী অনুপমায় বিবৃত, তার এক গভীর ও প্রজ্ঞাময় ইতিবৃত্ত এখানে উপস্থাপিত। যা পাঠককে বিস্ময়কর হাকিকত বা তত্ত্ববিজ্ঞানের জানান দেয়। এর পাশাপাশি গ্রন্থটি মহানবীর (সা.) পবিত্রতম জীবনের যথার্থতা, সারসত্য, মহিমা এবং আল কুরআনের হেদায়েতের সাথে তাঁর অবিচ্ছিন্নতাকে এমন ভাষা ও ভাবে ব্যাখ্যা করে, যার নজির বাংলা ভাষায় ইতোপূর্বে দেখা যায়নি।


আল কুরআনের মোহনা থেকে সীরাতের তথ্য ও রহস্যজ্ঞানের এ গ্রন্থ মহানবীকে (সা.) এড়িয়ে আল কুরআন বুঝা ও ব্যাখ্যার চেষ্টাকে যেমন প্রত্যাখান করে, তেমনি আল কুরআনকে দেখায় এমন এক মহাগ্রস্থ হিসেবে, যার প্রতিফলন ও বিশ্লেষণ হচ্ছে মহানবীর (সা.) যাপিত জীবন। সীরাতপাঠের ক্ষেত্রে এ গ্রন্থ হাজির করে এমন অন্তর্দৃষ্টি, যা পাঠককে সীরাতের একেবারে গোড়া থেকে শাখা-প্রশাখার দিকে নিয়ে যায়। এ গ্রন্থে মূলত রয়েছে সীরাতের গোড়ার আলোকপাত।



বংলাদেশ ইসলাম : আত্মপরিচয়ের ডিসকোর্স

মুসা আল হাফিজ

প্রকাশকাল

প্রথম প্রকাশ : বইমেলা ২০২১

শোভা প্রকাশ ৩৮/৪ বাংলাবাজার মান্নান মার্কেট তৃতীয় তলা, ঢাকা-১১০০

প্রচ্ছদ

মোস্তাফিজ কারিগর

মূল্য : ২৭৫ টাকা 

অনলাইন পরিবেশনায় ::http://rokomari.com/shovaprokash

ফোনে অর্ডার করতে :  ০১৫ ১৯৫২ ১৯৭১ 



কন্টেন্ট পরিচিতি :


বইটি প্রবন্ধ সংকলন। বইটি ইতিহাসের গভীর থেকে আমাদের আত্মপরিচয়ের একটি সন্ধানের প্রচেষ্টা। যা ইতােপূর্বে হাজির করা অধিপতি বয়ান থেকে আলাদা। যা সরাসরি সত্যালােকে নিজেকে পুড়াতে চেয়েছে। এরই মধ্য দিয়ে উচ্চারণ করেছে আত্মপরিচয়ের সেই ভিসকোর্স, যাকে আমরা বহন করছি মনে, রক্তে, সত্তায়...।



কালামদর্শন

মুসা আল হাফিজ 

প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ২০২১

শোভা প্রকাশ

৩৮/৪ বাংলাবাজার মান্নান মার্কেট তৃতীয় তলা, ঢাকা-১১০০

প্রচ্ছদ : আল নোমান

মূদ্রিত মূল্য ৫৫০ টাকা



কন্টেন্ট পরিচিতি :

ইসলামী জীবনাদর্শের বিশ্বাসগত অন্তর্দৃষ্টিসমূহ নিয়ে ইলমে কালামের আলোচনাধারা ও দীর্ঘ পরিক্রমার এক অনুপুঙ্খ সমীক্ষা উপস্থাপন করেছে এ বই। ইসলামী প্রত্যয়ের শাস্ত্রীয় ও ঐতিহ্যগত আলোচনার পাশাপাশি পশ্চিমা সভ্যতা এবং বিভিন্ন দর্শনের সাথে তার আন্তঃসম্পর্ক নিয়ে আলোকপাত করেছেন। মাওলানা মুসা আল হাফিজ, যিনি বাঙালি মুসলমানের চলমান বুদ্ধিবৃত্তিক পরিশীলনে এক প্রতিনিধিত্বশীল কন্ঠস্বর।


তাঁর বহুমাত্রিক রচনাসম্ভারে কালামদর্শন প্রধান এক চিন্তাকর্ম হিসেবে বিবেচিত হবে, যেভাবে আল্লামা শিবলী নোমানীর বিপুল রচনাসম্ভারে কালাম সম্পর্কিত তাঁর দুই গ্রন্থ শ্রেষ্ঠতম হিসেবে স্বীকৃত। কালাম নিয়ে তাঁর বিখ্যাত অবতারণার শতবর্ষ অতিবাহিত হয়েছে। সেই মান ও মাত্রার রচনার অভাব অনুভূত হচ্ছিলো ব্যাপকভাবে। আমাদের প্রত্যাশা, কালামদর্শন' এর অধ্যায় সমূহে পাঠক তেমনই মান ও মাত্রাকে ভিন্নভাবে অবলোকন করতে পারবেন। বাংলা ভাষায় এমন একটি গ্রন্থের প্রকাশ বাংলাভাষী পাঠকদের জন্য প্রতীক্ষিত সুসমাচার। বিশেষত এ জন্য যে, কালামদর্শন পাঠকদের সত্যজ্ঞানের বিভূতি দিতে চায় এবং বিশ্বাসজাত চিন্তাবিশ্বে ভ্রমণের অভিভূতি দিতে চায়। আমাদের ভাবলোকে করে আলোকসম্পাত।


ইসলামী দর্শনপাঠের যে ধরণ আমাদের বিশ্ববিদ্যালয়- পরিসরের পাঠ্যে রয়েছে, তার বিবিধ বয়ানের সংশোধন ও পুনর্বিবেচনার উপাদান এ বই ধারণ করে। যেভাবে ধারণ করে ঐতিহ্যবাহী মাদরাসা পরিমণ্ডলে কালাম পাঠকে পরিবর্তিত বাস্তবতার মুখোমুখি করার ঐকান্তিকতা।


বিষয়বস্তুর গুরুত্বে যেমন এ বই অপরিহার্য, তেমনি সমকালিন চিন্তাগত নৈরাজ্যে ইসলামী দর্শনের তত্ত্বজিজ্ঞাসার জবাবে বইটি হাজির করে বিদগ্ধ আলোকপাত!



শতাব্দীর চিঠি

মুসা আল হাফিজ

প্রকাশক : আবদুল হালিম নোমানি আল-আযহারি প্রকাশকাল : বইমেলা ২০১৯ 

পরিবেশনায় : চৈতন্য

প্রচ্ছদ : মুনীর সাআদাত

প্রধান বিক্রয়কেন্দ্র : আহসান মনজিল, মাদরাসা রোড, মাদানিনগর, নারায়ণগঞ্জ, ঢাকা। ০১৯১৬৫৮৪৯৩৯। 

বানিয়াচং বিক্রয়কেন্দ্র : রুম নং ৬, ৭, মাদানী ম্যানশন, জনাব আলী সরকারি কলেজ রোড, বানিয়াচং, হবিগঞ্জ। ০১৮৫১১৬৭৭০২.

মূল্য :: ২২০ টাকা। 


কন্টেন্ট পরিচিতি :

এ নিছক কোনো গ্রন্থ নয়। বাংলাদেশের যে অতীত হারিয়ে গেছে, যে অতীত হারানোর ফলে আমরা নিজেদের চিনতে পারি না, যে অতীতকে বুঝিনি বলে আজকের সঙ্কটকেও বুঝতে পারি না, এ চিঠি সে অতীতের দাস্তান। এতএব আমরা বইটির প্রতি গুরুত্ব না দিয়ে পারা যায় না। 



ঈশ্বরের মৃত্যু’ ও অন্যান্য

মুসা আল হাফিজ

প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২২

প্রাকাশক : মুহাম্মাদ মিজানুর রহমান

শোভা প্রকাশ, ৩৮/৪ বাংলাবাজার মান্নান মার্কেট

তৃতীয় তলা, ঢাকা-১১০০

প্রচ্ছদ : আল নোমান

মুদ্রিত মূল্য : ৪৫০ টাকা



কন্টেন্ট পরিচিতি :  বইয়ের নাম থেকেই বুঝা যায় যে, এতে আধুনিক জর্মন দার্শনিক ফ্রিডরিখ নিটশের 'ঈশ্বরের মৃত্যু' ধারণা নিয়ে আলাপ রয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা এপ্রোচ। এছাড়াও আধুনিকতা, উত্তরাধুনিকতা, পুঁজিবাদ, ইসলাম ও পাশ্চাত্য, বিজ্ঞান ও ধর্ম ইত্যাদি বিভিন্ন প্রসঙ্গে এখানে লেখক তার বয়ান হাজির করেছেন। এরপরে সীরাতের একটি উদ্যান তিনি এই বইয়ের মাঝখানে স্থাপন করে আবার প্রাচ্যবাদ, প্রাচ্যতত্ত্ব, জায়নবাদ ইত্যাদি অনুষঙ্গে লিপ্ত হয়েছেন। শেষাংশে বাংলা দেশে ইসলামের কয়েকজন আধুনিক কালের মনীষার চর্চাতে নিষ্ঠ হয়েছেন। 


মনসুর হাল্লাজ : মরমী মহারাজ

মুসা আল হাফিজ

প্রকাশক : গিয়াসউদ্দীন আহমেদ

মজিদ পাবলিকেশন, ৩৪ নর্থব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০

মুঠোফোন : ০১৭১২৯৭৬৪০১ 

একমাত্র পরিবেশক : ঝিঙেফুল, ফোন : ৯৫৭৮০২৮

প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৭

পুনর্মুদ্রণ : মে ২০১৮

প্রচ্ছদ : নাওয়াজ মারজান

মূল্য : ২৫০.০০ টাকা মাত্র


কন্টেন্ট পরিচিতি : 

আধ্যাত্মিক স্নিগ্ধতার এক উদ্যানে মুসা আল হাফিজের কবিতা জাগত। সেখান থেকে সাহিত্যের অন্যান্য শাখায় হাত বাড়ানো। ফলে তাঁর চেতনায় উছলে উঠে আত্মার অপরাজেয় ঝংকার । যা সহজেই ধাবিত হয় এমন এক আত্মীয় মন্ডলের দিকে, যেখানে আছেন জামী, রুমী, হাল্লাজ। মহাপ্রেমিক মনসুর হাল্লাজের জীবন ও কবিতাকে উপজীব্য করে রচিত এ গ্রন্থ পাঠকচিত্তে নাড়া দেবার মতোই। হাল্লাজের বাছাই কবিতা অনুবাদে গীতলতা ও গভীরতা বজায় থেকেছে। রয়েছে মৌলিক কবিতার স্বাদ। সুফিদর্শন ও ইতিহাসের নির্মূহ পর্যালোচনায় নানামুখি কিংবদন্তির পর্দা ছিঁড়ে হাজির করা হয়েছে হুসাইন ইবনে মনসুর হাল্লাজকে, যিনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন পরমের নিবিড়তায় । দ্রোহী ছিলেন স্বৈরাচারে, মগ্ন ছিলেন জীবনের পর্যটনে, সিদ্ধ ছিলেন রহমা মন্থনে। শাহাদাত ছিলো তাঁর প্রেমেরই শেষ ধাপ।



হৃদয়াস্ত্র (জীবন ও জগতে দার্শনিক অবলোকন)

মুসা আল হাফিজ

প্রকাশনী : শোভা প্রকাশ

প্রথম প্রকাশ: আগস্ট ২০২১

প্রচ্ছদ : আল নোমান

মূদ্রিত মূল্য : ২৮৫ টাকা

অনলাইন পরিবেশনায় :

http://rokomari.com/shovaprokash 

ফোনে অর্ডার করতে ০১৫ ১৯৫২ ১৯৭১। 


কন্টেন্ট পরিচিতি :


হদয়াস্ত্র এমন এক অস্ত্র যা থেকে নিক্ষিপ্ত হয় বাকা, সংক্ষিপ্ত সচ্ছ, সুসংবদ্ধ ও প্রতিম দর্শনজাত কথামালা, যা আকর্ষণীয় শব্দবিন্যাসে গঠিত গূঢ় সত্য নিরুপণকারী বাক্যনির্মাণের মাধ্যমে অপ্রিয় কিন্তু অনিবার্য সত্যকে উচ্চকিত করে। সংক্ষিপ্ত, মনে হবে তেমন কিছু বলা হয়নি। কিন্তু লিখিত কথার গভীরে জড়ো হয়েছে অগণিত অলিখিত কথা। প্রতিটি বাক্য যেন একেক পেয়ালা, যার ভেতরে রয়েছে অনেক বড়ো সরোবর, নদী... 


বইটিতে রয়েছে বিচিত্র আয়না, যাতে ব্যক্তি, সমাজ, এই ও সভ্যতার মুখের মানচিত্রকে শব্দ দিয়ে অংকণ করা হয়েছে। এতে বিস্তারিত জীবনকে হাজির করার চেয়ে জীবনের অন্তরের অধ্যয়নকে হাজির করেছেন লেখক, যার সুতা ধরে টান দিলে একে একে হাজির হতে থাকে বিস্তারিত জীবন!




ইহুদিবাদের মুখ ও মুখোশ 

মুসা আল হাফিজ (অনূদিত)

প্রকাশক : ফাতিহ প্রকাশন

মুদ্রিত মূল্য : ২০০ টাকা 


কন্টেন্ট পরিচিতি :

এটি এমন এক গ্রন্থ যার দর্পণে হিজবুশ শয়তানের চেহারা আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারি। তাদের মানবতাবিরোধী প্রকল্পসমূহ, বিশেষত মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্র বইটিতে রয়েছে। এই গ্রন্থ ইহুদি ষড়যন্ত্রের উদ্ঘাটক, খ্রিষ্টীয় বিভ্রান্তির নির্ণায়ক এবং উভয় সম্প্রদায়ের ধর্মীয় দেউলিয়াত্বের বিকৃত অবয়বের উন্মোচক। এটা যেন ঠিক কোনো গ্রন্থ নয়, ইহুদি ষড়যন্ত্রের বিরদ্ধে দুনিয়া কাঁপানো এক বিস্ফোরণ। ইহুদি খ্রিষ্টানদের ধর্মগ্রন্থে ঈসা মসীহ আলাইহিস সালাম, ঈমাম মাহদী আলাইহিস সালাম ও দাজ্জাল সম্পর্কিত হাদিসসমূহের সত্যায়ন দেখে পাঠকদের ঈমান বলিষ্ঠ ও দৃঢ়তর হয়ে উঠবে। আশা করি গ্রন্থটি সত্যের প্রতিটি সৈনিক ও মানবতার প্রত্যেক খাদেমের জন্য মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।



দুঃসময়ের বধ্যভূমিতে উত্থানের চাষাবাদ 

মুসা আল হাফিজ

প্রকাশনী : আমন্ত্রণ প্রকাশন 

মুদ্রিত মূল্য : ২০০ টাকা


কন্টেন্ট পরিচিতি :

এটি মূলত প্রশিক্ষণ কর্মশালায় ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে তাঁর প্রদত্ত কয়েকটি ভাষণ। দিকনির্দেশনামূলক ভাষণগুলো মূল্যবান বললে কম হবে। প্রতিটি বাক্য যেন একেকটি হীরকখণ্ড; হৃদয়কে স্পর্শ করে; সুপ্ত চেতনায় আলোড়নের ঝংকার তোলে। এটি পাঠকের চোখের পর্দা সরিয়ে দেবে; উত্তরাধিকার -ঐতিহ্য অন্বেষণে উৎসাহী করে তুলবে। বিজ্ঞ লেখক -কথক মুসলমানদের সোনালি ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টির ভান্ডার থেকে মণি-মুক্তো আহরণ করে অকাতরে শ্রোতা ও পাঠকদের বিলিয়েছেন। এখানে তাঁর স্বার্থকতা …



তুলনামূলক ধর্মতত্ত্ব ইসলামী উত্তরাধিকার

মুসা আল হাফিজ

প্রকাশক : আমন্ত্রণ প্রকাশন

মুদ্রিত মূল্য : ১৬০ টাকা 


কন্টেন্ট পরিচিতি :

তুলনামূলক ধর্মতত্ত্ব নামক এই শাস্ত্রটির জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত নিবিড় পরিচর্যার কৃতিত্ব যে পুরোপুরি "আলেম-উলামার"ই, "তুলনামূলক ধর্মতত্ত্ব : ইসলামী উত্তরাধিকার" বইয়ে সে ধারণা পাওয়া যায়। সেই সাথে ইসলামি শিক্ষিতদের মধ্যে বর্তমানে এই শাস্ত্রের প্রতি যে অন্যায্য অমনযোগিতা, সেটাও এতে ফুটে উঠেছে।


পুরো বই পড়লে মনে হবে, এর অন্যতম উদ্দেশ্য সম্ভবত ইসলামি শিক্ষায় শিক্ষিতদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বের প্রতি আগ্রহী করে তোলা। বইটি রচনার প্রেক্ষাপটও অনেকটা তাই। মূলত এটি লেখকের এই বিষয়ক তিনটি বক্তৃতা অনুলিখন, যে সকল বক্তব্য তরুণ ইসলামি শিক্ষিতদের উদ্দেশ্যে উপস্থাপিত হয়েছিল। সামগ্রিকরূপে এই বইয়ে তুলনামূলক ধর্মতত্ত্বের শাস্ত্রীয় আলোচনার চেয়ে বরং কুরআন-হাদিসের আলোকেই বিষয়টিকে উপস্থাপন করার প্রতি সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তুলনামূলক ধর্মতত্ত্ব যে ইসলামি জ্ঞানেরই অবিচ্ছেদ্য অংশ, বইয়ের পাতায় পাতায় সে বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে। ইসলামি শিক্ষিতদের জন্য, এবং ইসলামি চেতনাধারী অপরাপর সকলের জন্যও, তুলনামূলক ধর্মতত্ত্বের প্রথম পাঠ্যবই হিসেবে এই বইটি তাই তুলনাহীন।



দৃশ্যকাব্যে ফররুখ আহমদ

মুসা আল হাফিজ

প্রকাশক : মাকতাবাতুল ইসলাম 

প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ 

মুদ্রিত মূল্য : ১৯০ টাকা


কন্টেন্ট পরিচিতি :

মুসা আল হাফিজ একজন কবি। সময়ের বোধিত কবি। একজন কবিপুরুষকে কাব্য-সমালোচনায় বিষয়-প্রকরণ উপলব্ধিতে যে প্রজ্ঞা, প্রকাশ- শীলনে ভাষার উপর যে নিষ্ঠা-নৈর্ব্যক্তিকতার নৈয়ায়িক প্রতীতী থাকা প্রয়োজন, সেটা সহজে আত্মস্থ করতে পেরেছেন। এর যথার্থ প্রতিফলন লক্ষ্য করা যায় তাঁর সদ্য প্রকাশিত ‘দৃশ্যকাব্যে ফররুখ আহমদ’  গ্রন্থে। সাম্প্রতিক কাব্য-সমালোচনার রুগ্ন-রোদ্দুরে এটা বোধ করি শরৎ প্রভাতের নির্মল জ্যোতি। যার দীপ্তিতে তৃপ্তি আছে, পীড়ন যাতনা নেই। 


প্রায় অর্ধশতাব্দী ধরে ফররুখ আহমদ কাব্যোমোদী-পাঠক-সমালোচক দ্বারা নানাভাবে চর্চিত। এ প্রচেষ্টার দীর্ঘমিছিলে ‘দৃশ্যকাব্যে ফররুখ আহমদ’ বিশিষ্টতার দাবিদার। একজন ফররুখ আহমদ কাব্যে, দৃশ্যকাব্যে, নাটকে, কাব্যনাটকে দিনবদলের পালায় আজও কীভাবে শাশ্বতিক-সতেজ, তার শতদালিক স্বত:স্ফূর্ত উচ্চারণ এ গ্রন্থটি। মোট দশটি প্রবন্ধের কলেবরে সীমায়িত এর অবয়ব-সংস্থান। প্রবন্ধগুলোর অধিকাংশ আকারে বেশ ছোট। তবে বিষয় প্রকাশে স্ফটিক দানার মত স্বচ্ছ।


কাব্য-নাটক বা সাহিত্যের যে কোন কর্মের বিশ্লেষণে সমালোচনার একটি নিজস্ব পরিসর আছে, বোধ আছে, ভাষা আছে। মুসা আল হাফিজ ‘দৃশ্যকাব্যে ফররুখ আহমদ’ প্রণয়নের মাধ্যমে আমাদের জন্য সে সীমানায় প্রবেশের মাহেন্দ্রক্ষণ তৈরি করলেন।



বিষগোলাপের বন 

মুসা আল হাফিজ

প্রকাশক : গার্ডিয়ান পাবলিকেশন্স 

মুদ্রিত মূল্য : ১২০ টাকা


কন্টেন্ট পরিচিতি : 

অল্প কথায় অনেক অর্থ প্রকাশ এক বিশেষ গুণ। মুসা আল হাফিজ অনন্য এই গুণটিই রপ্ত করেছেন। বিষগোলাপের বন এক ভিন্নধর্মী দার্শনিক চিন্তাভাবনার মৌলিক রচনা। ধর্ম ও কর্মবিষয়ক দার্শনিক অনুভাবনা। এখানকার একটি শব্দ কিংবা একটি বাক্য আপনাকে দিনমান ভাবনার রাজ্যে সফর করাবে।


 

বাংলা সা‌হি‌ত্যে অন্ধকার যুগ: মিথ বনাম বাস্তবতা

মুসা আল হাফিজ

প্রকাশক : রাইয়ান প্রকাশন

মুদ্রিত মূল্য : ১৮৫ টাকা


কন্টেন্ট পরিচিতি

ইতিহাসের হাতে যারা মার খেয়ে আহত হয়, তাদের দাওয়াই খোঁজে নিতে হয় ইতিহাস থেকেই। বাঙালি মুসলিম জনগোষ্ঠী ইতিহাসের মার খেয়ে রক্তাক্ত। কিন্তু সেই রক্তক্ষরণ মূলত হচ্ছে ইতিহাসের বিকৃতির কারণে। সাম্প্রদায়িক মানসিকতা এবং ঔপনিবেশিক স্বার্থের কলমে বাংলা ও বাংলা ভাষা-সাহিত্যের ইতিহাসে ইসলাম ও মুসলমানকে দাঁড় করা হয়েছে আসামীর কাঠগড়ায়। মামলাটি অনেক বড়। মুসলিম বিজয় নাকি এই জনপদে নিয়ে এসেছিলো বর্বরতা, ধর্মীয় জবরদস্তি , হত্যা ও বিনাশ। যার ফলে বাংলা ভাষা ও সাহিত্যে নেমে এসেছিলো অন্ধকার যুগ। থেমে গিয়েছিলো বাঙালির মনন ও সৃজনশীলতা। একদল ঐতিহাসিক মুসলিম বিজয়ের সময় থেকে প্রায় দেড় শতাব্দীকে আখ্যা দিয়েছেন অন্ধকার যুগ! যা ইতিহাসের বইয়ে তো আছেই, স্থান পেয়েছে পাঠ্যপুস্তকেও। কিন্তু আসলেই কি তখন অন্ধকার নেমে এসছিলো? বাংলায় নেমে এসছিলো বর্বরতা? এ প্রশ্নের জবাব খোঁজেছেন কবি, দার্শনিক মুসা আল হাফিজ। তিনি দেখিয়েছেন, তখনকার প্রকৃত চিত্র। বাংলা ভাষা ও বাঙালি জনগোষ্ঠীর জীবনে ইসলাম কীভাবে আশীর্বাদ হয়ে এসেছিলো? কীভাবে নিশ্চিত করেছিলো মুক্তি ও কল্যাণ! এ বই ইতিহাসের গ্রন্থ ও পাঠ্যপুস্তকে স্থান পাওয়া অন্ধকার যুগের সেই মিথকে শুধু চ্যালেঞ্জ করে না, বরং মিথ্যা প্রতিপন্ন করে। ইতিহাস বিকৃতির জখমের দাওয়াই দেয় ঐতিহাসিক তত্ত্ব-তালাশের পরিক্রমায়। বইটি শুধু ইতিহাস পাঠকদের জন্য জরুরী নয়, এতে নিহিত সত্যের অবগতি প্রয়োজন প্রতিটি বিদ্যালয়ে, প্রতিটি ধারায়। এ বিষয়ে ইতোপূর্বে ভুল বক্তব্য শোনেননি, এমন শিক্ষিত বাঙালি কমই আছেন। ফলে সত্য ও যথার্থ বক্তব্যের জন্য এ গ্রন্থ সবারই কাজে আসবে।



জন্ম-মৃত্যুর সিগনেচার

মুসা আল হাফিজ

প্রকাশক : মুহাম্মদ পাবলিকেশন্স 

মুদ্রিত মূল্য : ২২০ টাকা


কন্টেন্ট পরিচিতি

স্বতঃস্ফূর্ত ভাবনা ও সতেজ অভিব্যক্তিতে টইটম্বুর একটি চিত্তের জাগর উদ্ভাসন ‘জন্ম-মৃত্যুর সিগনেচার।’ সত্য যেখানে ধ্রুব। ন্যায় যেখানে অন্বিষ্ট। প্রেম যেখানে প্রপূর্ণ। বিশ্বাস যেখানে প্রোথিত। প্রশ্নশীল আত্মার শান্ত শামিয়ানাটি যেখানে মুক্ত উদ্বেল ও অবারিত এবং ঐকান্তিক অভিজ্ঞানে উন্মোচিত।

এই গ্রন্থের উচ্চারিত প্রতিটি ধ্বনি আপনাকে নিয়ে যাবে পুনর্বার স্বয়ং আপনার কাছেই। যে আপনি সত্যি ঘুমিয়ে আছেন অথবা জেগে থেকেও আরো বিস্ময়কর আলস্যের সুষুপ্তিতে খেইহীন দিগ্সন্ধানী অথচ স্বপ্নশীল উত্তাল উন্মাতাল; তাই এই বই আপনার জন্য একটি অভাবিতপূর্ব জীয়নকাঠি। প্রিয় পাঠক, আপনি জ্বলে উঠবেন এবং আপনাকে জ্বলে উঠতেই হবে এর মর্মবাণীর সৌম্যস্পর্শে। এ বই আপনার মর্মলোকের শেকড়ে পানি সিঞ্চন করে। যার সুফল পেতে থাকবে জীবনভাবনার প্রতিটি ডাল-পালা। ফলে এ বইকে কোনো এক বিষয়ের গ্রন্থ হিসেবে চিহ্নিত করা যায় না। কারণ জন্ম-মৃত্যুর মাঝখানে আমাদের বোধ ও বুদ্ধি এবং হৃদয় ও মনকে সে আলোকিত করার প্রদীপ জ্বালায়। কেননা, এ বইয়ের প্রতিটি পঙক্তি একেকটি উজ্জ্বল প্রদীপ।





সৃষ্টিরে দেখে স্রষ্টারে দেখি

মুসা আল হাফিজ

প্রকাশক : ইমপ্রেস বুকস

মুদ্রিত মূল্য : ২৫০ টাকা 


কন্টেন্ট পরিচিতি :


এ বই মূলত ঈমানের আর্গুমেন্ট। আল্লাহর অস্তিত্বের পক্ষে নিখিল জগত কীভাবে সাক্ষি দেয়, তার বিবরণী রয়েছে এ বইয়ের প্রতিটি লেখায়। আল কুরআনে মহাবিশ্বের নিদর্শন সমূহকে যেভাবে মানুষের দৃষ্টি উন্মােচনের জন্য আল্লাহর আয়াত হিসেবে উপস্থাপন করা হয়েছে, এ বইয়ে তাকে ব্যাখ্যা করা হয়েছে চমৎকারভাবে। প্রকৃতিবিজ্ঞান ও দার্শনিকতার সমন্বয়ে অভিনব এই গ্রন্থ আস্তিক-নাস্তিক সবারই পাঠ্য হওয়া উচিত। কারণ নিজেকে ও নিজের দুনিয়াকে জানা ও ব্যাখ্যা করার এমন এক আঙ্গিক এখানে রয়েছে, যা আমাদেরকে কেবল সমৃদ্ধ করে না, বরং এ আঙ্গিক বিশ্বতত্ত্ব ও আত্মতত্ত্বের নানা রহস্যকে বুঝিয়ে দিতে উদগ্রীব।




মনের উপনিবেশ মনের মুক্তি

মুসা আল হাফিজ

প্রকাশক : গার্ডিয়ান পাবলিকেসন্স

মুদ্রিত মূল্য : ২৪০ টাকা



কন্টেন্ট পরিচিতি :


বি-ঔপনিবেশিকতা নিয়ে মুসা আল হাফিজের বয়ান আলাদা। জ্যাক দেরিদা, ফ্রানৎস ফাঁনো, মিশেল ফুকো, নোয়াম চমস্কি কিংবা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-এর ভাষা ধার করে বি-উপনিবেশের তাত্ত্বিক বয়ান তৈরির মধ্যে আরেক ধরনের উপনিবেশ থাকে, যার নাম ইউরোপকেন্দ্রিকতা। মুসলিম জাহানে যে বুদ্ধিজীবীরা এ ধারায় কথার ওপর কথামালা সাজিয়েছেন, তাদের ভাষ্যের কোন জায়গায় অন্তঃসারশূন্যতা-সেটা চোখে চোখ রেখে দেখিয়ে দেন মুসা আল হাফিজ। ইউরোপকেন্দ্রিকতার বাইরে গিয়ে ঔপনিবেশিকতার মোকাবিলার আদর্শিক, জ্ঞানতাত্ত্বিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বাণীভাষ্য কী হবে, কেমন হবে-সে প্রস্তাবনা আছে তার ‘মনের উপনিবেশ মনের মুক্তি’ গ্রন্থে। একজন স্বাধীন বুদ্ধিজীবীর বিশ্বাসী চোখ কীভাবে চলতি পৃথিবীর অধিপতি চিন্তা-স্রোতকে চ্যালেঞ্জ করে এবং মুক্তির পথ প্রস্তাব করে, তার লেখ্যচিত্র দেখা যেতে পারে কবি ও দার্শনিক মুসা আল হাফিজের এই গ্রন্থে।



সহস্রাদ্বের ঋণ

মুসা আল হাফিজ

প্রকাশক : 

প্রচ্ছদ : 

মুদ্রিত মূল্য : 



কন্টেন্ট পরিচিতি :


বিশ্বময় চলছে সভ্যতার সংঘাত। স্যামুয়েল পি. হান্টিংটন লিখিত 'দি ক্ল্যাশ অব সেভিলাইজেশন' থিউরি এই সংঘাতকে নতুন করে উস্কে দিলেও ইসলাম বরাবরই পশ্চিমা সভ্যতার ঘোষিত প্রতিপক্ষ । মুসলিম সভ্যতা তার আক্রমণের শিকার। কিন্তু সভ্যতার সংঘাতের এ যুগে আক্রমণের ধারা আর আগের মতো থাকেনি। এখন চলছে সভ্যতাকে সভ্যতা দিয়ে পরাজিত করার লড়াই। এতে পশ্চিমা সভ্যতা বজ্রগর্জনে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে। তার সৈনিকরা বিশ্বময় সমস্বরে এর প্রতিধ্বনি করছেন। তারা পশ্চিমা সভ্যতাকে যতটা মহান করছেন, ঠিক ততটাই কলঙ্কময় চিত্রায়ন করছেন ইসলামি সভ্যতার। ইসলামকে এভাবে মার দেয়াটা এতো তীব্র ও ব্যাপক যে, এর ফলে সারা বিশ্বে শিক্ষিত মুসলিমদের প্রধান একটি অংশ নামাজ- রোজার প্রশ্নে মুসলিম হলেও সভ্যতার লড়াইয়ে পাশ্চাত্যের প্রচারণায় বিশ্বাস স্থাপন করেছে। তারা মনে করে, ধর্ম হিসেবে ইসলাম হয়তো সেরা, কিন্তু সভ্যতা হিসেবে ইসলামি সভ্যতা পশ্চিমা সভ্যতার তুলনায় অপকৃষ্ট। পশ্চিমা সভ্যতা যেসব উপকরণ নিয়ে শ্রেষ্ঠত্ব দাবি করে, সেগুলো ইউরোপীয় রেনেসাঁ ও আধুনিক দুনিয়া গড়ার মালসামান। তার দাবি, এইসব ‘সামানা’ মানব সভ্যতাকে অগ্রগতির শেখরে নিয়ে যাচ্ছে আর ‘সামানা’গুলো একান্তই তার। এগুলো সে অর্জন করেছে আপন সাধনায়। এর অনেকটাই তার পূর্বপুরুষ গ্রিকদের উত্তরাধিকার। মানব জাতির প্রতি এগুলো তার অবদান। বিপরীতে ইসলামী সভ্যতা দুনিয়াকে দিয়েছে বর্বরতা আর অনগ্রসরতা। সে জানে এই থিউরির প্রচার ও প্রতিষ্ঠার উপর সভ্যতার লড়াইয়ে বিজয় অনেকটাই নির্ভরশীল। অতএব জয়ের পথে তুমুলগতিতে সে ধাবমান। 


‘সহস্রাব্দের ঋণ’ এ বাস্তবতায় একটি বিপরীতমুখি উচ্চারণ। একটি পাল্টা তরঙ্গ। যে-সব ‘সামানা' নিয়ে পাশ্চাত্য সভ্যতা শ্রেষ্ঠত্বের দাবি করে, দুনিয়া শাসনের যুক্তি খাড়া করে এবং ইসলামকে হেয় করে, বইটি বলে, আসুন সভ্যতার এই সম্পদগুলোর দাগ- খতিয়ান, দলিল, বায়নামা সামনে নিয়ে বসি। কে এগুলোর শিক্ষাদাতা? কে লালন ও বিকাশদাতা? কোথায় এগুলোর উৎসমূল? এগুলো প্রকৃতই কার দান? মুসলিম -সভ্যতার যে সময়টিকে পশ্চিমারা ‘মধ্যযুগীয় বর্বরতা’র অভিধা দেন, বইটি সে সময়ের বিপরীত চিত্র দেখায় এবং পশ্চিমা সূত্র দিয়েই প্রমাণ করে পাশ্চাত্যের প্রচারণার ভ্রান্তি। সভ্যতার শিক্ষক হিসেবে বইটি ইসলামকে প্রতিষ্ঠা দেয়। এক্ষেত্রে পশ্চিমা দুনিয়ার গর্বের উপকরণগুলোর গোপন বংশপরিচয় উদঘাটন করে এবং ঘোষণা দেয় এর জনকের নাম ইসলাম। হাজার বছরের মুসলিমরা সভ্যতার সবক শিখিয়ে ছিলেন ইউরোপকে, দিনের জন্য সূর্যের ভূমিকা যেমন, বর্তমান সভ্যতার জন্ম ও ইউরোপীয় রেনেসাঁর জন্য ইসলামের ভূমিকা ঠিক তেমনই। 




আবদুর রহমান জামী: মহাকাব্যের কোকিল

মুসা আল হাফিজ

প্রকাশক : ঝিঙেফুল প্রকাশনী, বাংলা বাজার

মুদ্রিত মূল্য : ১২৫



কন্টেন্ট পরিচিতি :


আবদুর রহমান জামী নবীপ্রেমে অবিস্মরণীয়। তার নবীপ্রেমের কিছু কাহিনী ও সংগীতের আলোচনা করেছি মহাকাব্যের কোকিল গ্রন্থে। মানে যেমন তার নাত মহার্ঘ, পরিমাণেও প্রচুর। নিজে গাইতেন। বাজনা বাজাতেন। তার নাত মধ্য এশিয়া ও উপমহাদেশে শত শত বছর ধরে শ্রুত ও বন্দিত হয়ে এসেছে। জামীর বিপুলকায় কুল্লিয়াতে আছে দীর্ঘ, দীর্ঘতর বহু নাত। ক্ষুদ্র ক্ষুদ্র নাতগুলোও নদীতরঙ্গের মতো কল্লোলিত। মধুময়, চাঁদগলা মাধুর্যে শিহরিত। মানে ও পরিমাণে তিনি সমানে অগ্রসর।



কানমলা

মুসা আল হাফিজ

প্রকাশক : 

প্রচ্ছদ : 

মুদ্রিত মূল্য : 



কন্টেন্ট পরিচিতি :






চার কবি: চিত্তের পাসওয়ার্ড

মুসা আল হাফিজ

প্রকাশক : 

প্রচ্ছদ : 

মুদ্রিত মূল্য : 



কন্টেন্ট পরিচিতি :


চার কবি : চিত্তের পাসওয়ার্ড। কবি মুসা আল হাফিজের একটি রচনাসংকলন। ‘বিশেষ এক দৃষ্টিকোণ’কে কেন্দ্রে রেখে বাংলা সাহিত্যের মান্যগণ্য চারজন কবির সৃষ্টিমুখর জীবন ও আলোচিত সাহিত্যকর্ম নিয়ে তিনি রচনা করেন এই লেখাগুলি। সৈয়দ আলী আহসান, ফজল শাহাবুদ্দীন, আব্দুল মান্নান সৈয়দ এবং কবি আফজাল চৌধুরীকে নিয়ে এসব লেখায় মুসা আল হাফিজ উপস্থাপন করেন কবি চতুষ্টয়ের কাব্যসাহিত্যে বিবৃত হওয়া বিশ্বাস, জীবনবোধ ও আদর্শিক শিল্প-সত্তার সারাৎসার। 


কবি ও কাব্যশিল্পের এমন বিশ্বাস ও আধ্যত্মবাদী অভিনব বিশ্লেষণ যে কোনো কবি ও কাব্যশিল্পের প্রতি নিবেদিতপ্রাণ পাঠকমাত্রেরই হৃদয়ের খোরাক যোগাবে। বিশ্বাসী চিত্তের জন্য সরবরাহ করবে আত্মিক প্রেরণার পবিত্র শরাব। 



ভাবনার বীজতলা

মুসা আল হাফিজ

ধরণ : গবেষণা 

প্রকাশক : ফোয়ারা 

প্রচ্ছদ : মুনীর সাদাত 

মুদ্রিত মূল্য : ২৭০



থাপ্পড়

মুসা আল হাফিজ

প্রকাশক : 

প্রচ্ছদ : 

মুদ্রিত মূল্য : 



কন্টেন্ট পরিচিতি :


মানবতাকে আঁকতে গিয়ে কখনও সূক্ষ্ণ পরিহাস কখনও তীক্ষ্ণ ব্যঙ্গের শাণিত ঝলক এই শিল্পীর আঁচড়ে। সমাজ ও সময়ের বীভৎস ব্যধি আর অসংগতিগুলো ছড়ার ছত্রে ছত্রে ফুটিয়ে তুলেছেন এন্টিরোমান্টিক এই সুসাহিতিকের থাপ্পড়ে। 



মহাকালের মধু (শেখ সাদীর জীবন ও কবিতা)

মুসা আল হাফিজ

দ্বিতীয় প্রকাশ : সেপ্টেম্বর ২০২০

প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ প্রকাশক : মো. জাহিদুল হক চৌধুরী রাজীব 

প্রকাশনী: চৈতন্য, পায়রা-৫৪, দরগা মহল্লা, সিলেট।

ফোন : ০১৭ ১৮২৮ ৪৮৫৯

প্রচ্ছদ: ধ্রুব এষ

অনলাইন পরিবেশক: rokomari.com/ choitonno. boimelaa.com

মূল্য: ৩০০ টাকা



প্রাচ্যবাদ ও ইসলাম

মুসা আল হাফিজ (সম্পাদক)

প্রকাশক : মাকতাবাতুল ইত্তেহাদ

পৃষ্ঠা : ৫১২

মুদ্রিত মূল্য : ৯০০ টাকা



কন্টেন্ট পরিচিতি :


প্রাচ্যবাদ ও ইসলাম গুরুত্বপূর্ণ এক আলোচ্যবিষয়। যার একদিকে রয়েছে বিশ্বাস ও জীবনালোকের স্বচ্ছতা ও পূর্ণতা। অপরদিকে রয়েছে ত্রুটিসন্ধান, সংশয় সৃষ্টি ও বিভ্রান্ত প্রচারণা। 


আসমানী হেদায়েতের পরিপূর্ণ রূপায়ন হিসেবে ইসলাম যে শাশ্বত সত্যের সামগ্রিকতা, তাকে অবিশ্বাসের চোখ দিয়ে দেখতে চেয়েছে প্রাচ্যবাদ। কুরআন, হাদীস, ফিকহ, সীরাত, উসুল, তাসাউফ, ইসলামের ইতিহাস ইত্যাদি বিক্ষত হয়েছে প্রাচ্যতাত্ত্বিক আক্রমণ ও অপবাদে। এসব আক্রমণ ও অপবাদ বহুমুখী, বহুমাত্রিক। যুগ যুগ ধরে বিচিত্র সুরে, অগণিত কলমে প্রাচ্যতাত্ত্বিক অভিযোগনামার স্তূপ তৈরী হয়েছে। যার প্রভাব ও প্রতাপে ইসলাম সম্পর্কে ভয়াবহ বিভ্রান্তি তৈরী হয়েছে। এর শিকার যেমন অমুসলিম পাঠক, তেমনি মুসলিম অনেকেই। নিকট অতীতের ধারাবাহিকতায় আজকের দুনিয়ায় এর বিপজ্জনক প্রতিক্রিয়া সুস্পষ্ট। ফলে এজাতীয় বিভ্রান্তির অপনোদনে কলমী প্রয়াস খুব জরুরী এবং তা জ্ঞানদক্ষ বয়ানে সম্পন্ন হওয়া উচিত। বাংলা ভাষায় যার অভাব অত্যন্ত প্রকট।


এ শূন্যতা পূরণে ব্যতিক্রমী গবেষণাকেন্দ্র মা'হাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়ার তরুণ গবেষকরা ইসলাম ও ইসলামী জ্ঞানকলার গুরুত্বপূর্ণ দিক সমূহ নিয়ে প্রাচ্যবাদের জবাবী বয়ান উপস্থাপনে প্রয়াসী হয়েছেন, যা এ ধারার কাজের গুরুত্বপূর্ণ সূচনা। 


একটি প্রতিষ্ঠানের উদ্যোগে সমৃদ্ধ এই স্মারক ধর্মীয় ধারার অনুরাগী পাঠকদের জন্য যেভাবে সুপেয় শরবতের কাজ দেবে, তেমনি ইসলামের প্রতি যারা অনিরাগী নন, তাদের জন্যও হয়ে উঠবে মহৌষধ! ইনশাআল্লাহ। 



মৃত্যুর জন্মদিন

মুসা আল হাফিজ

ধরণ : কবিতা 

প্রকাশক :  ফোয়ারা 

পরিবেশক : চৈতন্য

প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ 

মুদ্রিত মূল্য : ১৫০



মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়

মুসা আল হাফিজ

প্রকাশক : পরিলেখ প্রকাশনী

মুদ্রিত মূল্য : ২৫০ টাকা



কন্টেন্ট পরিচিতি :


ইতিহাস একটি আয়না, যার সামনে দাঁড়ালে আমরা নিজেদের দেখতে পাই। ইতিহাস বরাবরই রচনা করে বিজয়ী হাত। পরাজিতরা নিজেদের ইতিহাসকে প্রতিষ্ঠিত করতে পারে না। তারা যখন সেটা পারে, তখন আর পরাজিত থাকে না। কবি, গবেষক মুসা আল হাফিজ বরাবরই তাদের মুখে ভাষা তুলে দেন, যাদের বিজয়ী হওয়া উচিত, কিন্তু পরাজিত হয়ে আছে। তাদের হারানো সত্যকে আবিষ্কার করে তাদের হাতে তুলে দেন। যেন নিজেদের তারা খোঁজে পায়। এদেশের মুক্তিযুদ্ধে যাদের সাধনা ছিলো, ঘাম ও রক্ত ছিলো, তারাই যখন মুক্তিযুদ্ধবিরোধী বলে চিত্রিত হয়, তখন সঙ্গতকারণে মুসা আল হাফিজের সত্যসন্ধানী মনে ঢেউ তৈরী হয়। এরই ফসল কত সমৃদ্ধ হতে পারে, তার নমুনা মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়।

বিশাল আকারের বই নয় এটি। কিন্তু এর ভেতরে নিহিত আছে বিশাল পালাবদল। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক রাজনীতি, সংস্কৃতি, সাহিত্য, সমাজমানস ও ইতিহাসকে ধরে সবলে টান মারে এ বই। এ টান এতো শক্তিশালী, যা ওলট-পালট করে দিতে চায় এতোদিনের সাজানো চিত্রকল্প। প্রতিষ্ঠিত করে তাকে, যাকে পদদলিত করা হচ্ছে। ভাষা তুলে দেয় তার মুখে, যে ভাষা হারিয়েছে। বিজয়ের শক্তি সরবরাহ করে তাকে, যাকে জোর করে পরাজিত করে রাখা হয়েছে। অনস্বীকার্য তথ্য ও প্রমাণের মাধ্যমে এই গ্রন্থ সাব্যস্থ করেছে, মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম প্রধান শক্তি হচ্ছেন এদেশের ইসলামী ব্যক্তিবর্গ, আলেম-উলামা। মুক্তিযুদ্ধকালে যাদের প্রতিনিধিত্ব করতো জমিয়তে উলামায়ে ইসলাম।

এ বইয়ের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম দলগতভাবে এবং উলামায়ে কেরাম সমষ্ঠিগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলেন। এতোকাল ধরে যে সত্য ছিলো সবার অগোচরে। উল্টো বরং নাটক,উপন্যাস, গল্প থেকে শুরু করে রাজনৈতিক বক্তৃতাসহ সব জায়গায় মুসলিমদের পোশাক, দাড়ি, টুপি ইত্যাদিকে রাজাকারের চরিত্রে যুক্ত করে দিয়ে বুঝানো হয়েছে ইসলামভাবাপন্ন মানুষেরা ছিলেন মুক্তিযুদ্ধবিরোধী। এর মাধ্যমে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা চালানো হয়।

এ বইয়ে বিবৃত সত্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কারণ এখানে শোনা কথার ভিত্তিতে ইতিহাস লেখা হয়নি কিংবা বিভিন্নজনের মৌখিক দাবিকে দলিল হিসেবে পেশ করা হয়নি। বরং এমন সব প্রমাণ এখানে উপস্থাপিত, যাকে খারিজ করা অসম্ভব। ফলে এ গ্রন্থ মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চায় মোড় ঘুরিয়ে দেবে বলে আশা করাই যায়। এর প্রভাব পড়বে আগামীদিনের রাজনীতিতে। এ বইয়ের প্রমাণসমূহের ভেতর নিহিত আছে এতোকাল ধরে মুক্তিযুদ্ধকে ঘিরে অপরাজনীতির প্রতিরোধের সূত্র। একে ভালোভাবে কাজে লাগাতে পারলে আলেম- উলামাকে মুক্তিযুদ্ধবিরোধী আখ্যায়িত করার তৎপরতাকে প্রতিরোধ করা সম্ভব।

আগামীদিনের ইসলামী রাজনীতির পথনির্দেশে এ বই গুরুত্বপূর্ণ। একজন দরদী ও দায়িত্বশীল গবেষক হিসেবে মুসা আল হাফিজ খুবই সূক্ষ্মভাবে ইসলামী রাজনীতির ধরণ ও চরিত্র কেমন হওয়া উচিত, সেটা দেখাতে চেয়েছেন। এক্ষেত্রে তিনি স্বাধীনতাপূর্ব জমিয়তের রাজনীতিকে বিশ্লেষণ করেছেন এবং নেতৃবৃন্দের বক্তব্য, দলীয় দাবিদাওয়া, দৃষ্টিভঙ্গি, ময়দানী তৎপরতা ইত্যাদির পর্যালোনা করে ইশারা করেছেন, ইসলামপন্থীদের সাম্প্রতিক রাজনীতিতে কমতি আসলে কোথায়? বইটির দাবি হচ্ছে,মানুষের জীবন- জীবিকা এবং দেশ ও জাতির সামগ্রিক সমস্যা- সঙ্কট নিয়ে গণমুখী ও গণপ্রতিনিত্বমূলক রাজনীতি। এরই সাথে উম্মাহের ঐক্য ও কল্যাণ,তাহযিব- তামাদ্দুনের সুরক্ষা এবং সমাজ ও রাষ্ট্রে সত্য, সুন্দর ও ইনসাফ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে। দল হিসেবে জমিয়তের জন্য এ বই একটি গৌরবময় মাইলফলক। কারণ এর দ্বারা দলটি জাতিরাষ্ট্রে নিজেদের দান ও অবস্থান জানতে পারবে, জানাতে পারবে। নিজেদের বর্তমান ও ভবিষ্যতকে জাতীয় রাজনীতিতে আরো প্রাসঙ্গিক করতে পারবে।

কিন্তু বইটি আসলে সবার জন্যই। যারাই মুক্তিযুদ্ধকে সামগ্রিকভাবে বুঝতে চান, চাপিয়ে দেয়া বয়ানের বাইরে গিয়ে সত্য তালাশ করতে চান, তাদের জন্য এ বই একটি নবআবিষ্কার। মুক্তিযুদ্ধের ইতিহাসচর্চায় সত্যিকার অনুসন্ধানী গ্রন্থ হিসেবে এর গুরুত্ব ব্যাপক। বইটি সর্বমহলে বহুল পঠিত হোক, আলোচিত হোক। কারণ এর সাথে আমাদের দৃষ্টির উন্মোচন ও মানসিকতার প্রসারের সম্পর্ক রয়েছে।




মুক্তি আনন্দে আমিও হাসবো

মুসা আল হাফিজ

ধরণ : কবিতা 

প্রকাশক : ফোয়ারা

পরিবেশক : চৈতন্য 

প্রচ্ছদ : মুনীর সাদাত 

মুদ্রিত মূল্য : ১৫০




নক্ষত্রচূর্ণ

মুসা আল হাফিজ

প্রকাশক : মনোজ প্রকাশনী 

মুদ্রিত মূল্য : ২০০ টাকা 

অর্ডার করতে ভিজিট করুন :

https://bit.ly/37nqEcU



কন্টেন্ট পরিচিতি :


নক্ষত্রচূর্ণ—মুসা আল হাফিজের সৃজনধারার নতুন সদস্য। এখানে রচনার নতুন দিক ও রেখার সাথে পাঠক পরিচিত হবেন। আর বিষয় এখানে অজস্র। পুরো মানব-সম্প্রদায়ের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সব কিছু নিয়েই এখানে হয়েছে চিন্তাশীল আলোকপাত, গভীর অভিজ্ঞতাধর্মী সার ও তীর্যক প্রতিবাদী বক্রোক্তি।

.

চিন্তা ও শিল্প, তথ্য ও জ্ঞান যদি কোথাও একীভূত হয়ে যায়, সেই রচনায় টিকে যাওয়ার গুণ থাকে। নক্ষত্রচূর্ণ সেই স্বল্পমেয় টেকসইদের কাতারে।




পৃথিবী ঘরে ফিরো

মুসা আল হাফিজ

প্রকাশক : আহমদ প্রকাশন 

মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা


কন্টেন্ট পরিচিতি :


‘পৃথিবী ঘরে ফিরো' একটি ডাক, একটি ঘোষণা। কালের রক্তচক্ষুকে উপেক্ষা করে মানবতার পরিত্রাণের ডিসকোর্স পেশ করে এ আহ্বান। প্রচলিত বুদ্ধিজীবিতার বিকল্প স্রোতে পৃথিবীকে, মানুষ ও মানবতাকে, শিল্প -সাহিত্য ও ইতিহাসকে, সমকাল ও সাম্প্রতিক ঘটনাধারাকে এবং দেশ -জাতির অনিবার্য প্রসঙ্গ সমূহকে বিচার ও পর্যালোচনা করেছে এ বই।

বইটি মূলত কলাম ও প্রবন্ধ সংকলন। বাংলাদেশে চিন্তাচর্চা ও বুদ্ধিজীবিতায় বিশ্বাসী ও আদর্শিক যে ধারা, তাতে মুসা আল হাফিজের চিন্তা ও গবেষণা একটি প্রবল, উজ্জল ও গতিশীল অধ্যায়। তাঁর প্রবন্ধ তত্ত্ব, তথ্য, যুক্তি বিশ্লেষণ, জীবনবাদী দর্শন ও ভাষাশৈলীর জন্য বিখ্যাত। এ বইয়ে এর বিদ্যুচ্ছটা পাঠক অনুভব করবেন। চিন্তা ও বিচারের উজ্জল কক্ষপথে বইটি নিয়ে যাবে পাঠকদের। 


























No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.