Musa Al Hafij

কবি মুসাকে উৎসর্গ করে মুকুল চৌধুরীর লেখা কবিতা।।

  • আশির দশকের অন্যতম প্রধান কবি মুকুল চৌধুরী। তাঁর বহুমাত্রিকতা; কাব্য,গবেষণা,শিশুসাহিত্য, সম্পাদনা, মনস্বী প্রবন্ধ,সমালোচনাসহ নানা স্রোতে প্রবাহমান।
  •  তাঁর অগ্রগণ্য এক কাব্যগ্রন্থ অপার্থিব সফরনামা। ২০১১ সালে প্রকাশিত হয় বইটি। 
  • বইটি উৎসর্গ করেছিলেন আমাকে এবং উৎসর্গছত্রে লিখেছিলেন অবাক  এক কবিতা। যার গর্ভে নিহিত ছিলো বিপুল, বিস্তর কথামালা।
  • বইটি হারিয়ে ফেলেছিলাম।অনেক তালাশের পরে কবি আবদুল বাসিতের মাধ্যমে পাওয়া গেলো। 
  • কবির সেই অনন্যতা ও আত্মতাকে টাইমলাইনে রেখে দিলাম।




 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.