Musa Al Hafij

এ্যলবাম।। মুসা আল হাফিজ।। ।।

মুসা আল হাফিজ

কবি, গবেষক ও ঐতিহাসিক। ১৯৮৪ এর ৫ই অক্টোবর সিলেটের বিশ্বনাথে তাঁর জন্য। ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। লেখাপড়া করেন ঐতিহ্যবাহী ধর্মীয় ধারায়। তাকমিল ফিল হাদীস সমাপন করে তাফসীরে সম্পন্ন করেন উচ্চতর অধ্যয়ন। ইতোমধ্যে লিখেছেন পঞ্চাশ-এর অধিক বই। প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ইসলামিক থট এন্ড স্টাডিজ, ঢাকা। তিনি ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ এর চেয়ারম্যান এবং শিক্ষা, সেবা ও মানব উন্নয়নমূলক বিভিন্ন প্রয়াসে সম্পৃক্ত।


সাহিত্যে তাঁর বিচরণের ক্ষেত্র বহুমাত্রিক। রাজনীতি, দর্শন, প্রাচ্যবাদ, সমাজতত্ত্ব, ইতিহাস, ধর্মতত্ত্ব, কবিতা, ছড়া, সাহিত্য সমালোচনা, অনুবাদ ইত্যাদি পথে তিনি নিজেকে পাঠকের সামনে হাজির করেছেন। অতীত-বর্তমানের সেতু রচনা করে তিনি ভবিষ্যতের নাদেখা প্রচ্ছদকে উন্মোচন করে চলেন আপন রচনায়।


মানবিক দায়বোধ, মানবসত্তার সুষম বিকাশ, ঐতিহ্য ও আদর্শনিষ্ঠা সহকারে প্রগতিশীলতা তাঁর রচনার মধ্যে কথা বলে। তাঁর রচনা মানুষ ও মানুষের পৃথিবীকে অধিকতর আলোকময় করার অন্তর্দৃষ্টিময় চিন্তাভাষা।


সুফীঘরাণার এই জ্ঞানসাধক ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক।

(মেয়ে বারা বাসসামা, ছেলে মুসান্না আলবার)



















































































 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.